ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

মনের মানুষ খুঁজে পেলেন অ্যামি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
মনের মানুষ খুঁজে পেলেন অ্যামি অ্যামি জ্যাকসন ও জর্জ পানাইয়েতু

মনের মানুষ খুঁজে পেয়েছেন অ্যামি জ্যাকসন। গত তিন-চার মাস ধরেই নাকি আমেরিকান ব্যবসায়ী জর্জ পানাইয়েতুর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে বলিউডের এই অভিনেত্রীর। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, ২০১৫ সালে এক বন্ধুর মাধ্যমে জর্জ পানাইয়েতুর সঙ্গে পরিচয় হয় অ্যামির। তবে গত তিন-চার মাস ধরে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে।

আমেরিকার রিয়েল এস্টেট ব্যবসায়ী আন্দ্রেস পানাইয়েতুর ছেলে জর্জ। কুইন সিটিতে তার একটি বিলাসবহুল পানশালা রয়েছে।

এদিকে, গত বছর বড়দিন ও নতুন বছর পরিবারের সঙ্গে পালন শেষে জর্জ ও বন্ধুদের নিয়ে মেক্সিকোতে যান ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। তারা ক্যারেবিয়ান দ্বীপের একটি সমুদ্র সৈকতের কটেজে একসঙ্গে অবস্থান করেন। এর দুই সপ্তাহ পর তারা অ্যামির জন্মদিন পালন করেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে তোলা বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন অ্যামি।

এস শংকর পরিচালিত ‘২.০’ ছবির কাজ নিয়ে ব্যস্ত অ্যামি জ্যাকসন। ৪০০ কোটি বাজেটে নির্মিত ছবিটিতে অ্যামির সহশিল্পী হিসেবে রয়েছেন রজনীকান্ত ও অক্ষয় কুমার।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।