ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বৈচিত্র্যময় সুফি গানে আলোড়ন শ্রোতা হৃদয়ে

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
বৈচিত্র্যময় সুফি গানে আলোড়ন শ্রোতা হৃদয়ে গুলশানের ইন্ডিয়া হাউজে অনুষ্ঠিত হয় সুফি সঙ্গীত/ছবি: বাংলানিউজ

ঢাকা: অধ্যাত্মবাদের অনন্য এক সুর সুফি সঙ্গীত। অন্যবদ্য গায়কীতে শ্রোতার হৃদয়ে তা ছড়িয়ে দেয় অপার স্নিগ্ধ অনুভূতি। সেই সুরেলা শব্দধ্বনি এবার ইন্ডিয়া হাউজে ছড়িয়ে মুগ্ধ করলেন শ্রোতাদের।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজন করে সুফি সঙ্গীত অনুষ্ঠানের। সন্ধ্যায় গুলশানের ইন্ডিয়া হাউজে অনুষ্ঠিত এ আয়োজনে সুফি সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় শিল্পী সুফি বাওরা।



এসময় তিনি 'আল্লাহ-হু আল্লাহ-হু আল্লাহ', 'দামা দাম মাস্ত কালান্দার', 'মেরে পিয়া ঘর আয়া'সহ বিভিন্ন গান পরিবেশন করেন। আয়োজনে কোরাস করেন অঙ্কুস কুমার, গোপাল কৃষ্ণ শর্মা ও দীলিপ কুমার। যন্ত্রে বাদন করেন শ্রী শুভাস, সতীস কুমার ও গুরভেজ সিং।

বৈচিত্র্যময় ও সহজিয়া ধারার ভক্তিমূলক সূফি গানের অনুষ্ঠানে সন্ধ্যা থেকেই শ্রোতার উপস্থিতি ছিল অনেক বেশি। এসময় সঙ্গীতপ্রেমীরা স্নাত হয়েছেন সুরের ধারায়। কাওয়ালী ও গজলের অন্যবদ্য গায়কীতে শ্রোতার হৃদয়ে ছড়িয়ে পড়ে অপার স্নিগ্ধতা।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, শিল্পীর অনন্য কণ্ঠ মাধুর্য ও বৈচিত্র্যময় গায়কীতে আলোড়ন উঠছে শ্রোতাদের হৃদয়তন্ত্রীতে। শিল্পী সবার হৃদয়ে বুনে দিয়েছেন মুগ্ধতার বীজ।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এইচএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।