ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

কাজী জামালউদ্দিন আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫২, মার্চ ৩, ২০১৮
কাজী জামালউদ্দিন আর নেই কাজী জামালউদ্দিন আহমেদ

বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া প্রবীণ অভিনেতা কাজী জামালউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০২ মার্চ) সন্ধ্যায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

শনিবার (০৩ মার্চ) বাদ জোহর গুলশান কেন্দ্রীয় মসজিদে এই অভিনেতার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হবে।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত একটি বিজ্ঞাপনে ‘নাকে তেল দিয়ে ঘুমান’ সংলাপটির জন্য কাজী জামালউদ্দিন জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর তাকে বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।