ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

শ্রীদেবীর শ্রদ্ধায় জন্মদিন উদযাপন করবেন না রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, মার্চ ৩, ২০১৮
শ্রীদেবীর শ্রদ্ধায় জন্মদিন উদযাপন করবেন না রানী রানী মুখার্জি ও শ্রীদেবী (ছবি: সংগৃহীত)

বলিউডের প্রথম ‘নারী সুপারস্টার’ শ্রীদেবীর হঠাৎ মৃত্যুর শোক থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি বলিউড। তাই এ বছর হোলি উৎসব পালন করেনি বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা। এবার বিশেষ একটি আনন্দ উৎসব থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন রানী।

আগামী ২১ মার্চ ৪০ বছরে পা রাখবেন রানী মুখার্জি। কিন্তু শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে জন্মদিন উদযাপন করবেন না বলে ঠিক করেছেন তিনি।

অন্য তারকাদের মতোই বলিউডে পা রাখার আগে থেকেই শ্রীদেবীর ভক্ত ছিলেন রানী। তার কথায়, ‘‘ছোটবেলা থেকেই শ্রীজি আমার প্রিয় ছিলেন। আমাকে তিনি চিনতেন। কারণ স্কুলের ইউনিফর্মে আমি তার শুটিং দেখতে যেতাম। আমার কাকা সোমু মুখার্জির প্রোডাকশনে তিনি কাজ করছিলেন। ’’

‘হিচকি’তে রানীকে দেখা যাবে নয়না মাথুর চরিত্রে। টোরেট সিনড্রোমে ভুগছেন তিনি। ঘনঘন হেঁচকি দেন নয়না, তবে অনিচ্ছাকৃত। তবুও স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন তার। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা। ছবিটি মুক্তি পাবে ২৩ মার্চ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।