ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

অস্কারের লালগালিচায় তারাদের ঝলকানি

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৯, মার্চ ৫, ২০১৮
অস্কারের লালগালিচায় তারাদের ঝলকানি মেরিল স্ট্রিপ, নিকোল কিডম্যান, তারাজি পি. হেনসন, জেনিফার লরেন্স ও এসটি. ভিনসেন্ট

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার অস্কারের ৯০তম আসর বসছে আজ সোমবার। বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে শুরু হয় এ অনুষ্ঠান।

মেরিল স্ট্রিপ ও নিকোল কিডম্যানসকাল সাড়ে ৭টায় বিশ্বের বিখ্যাত সব তারকার পদচারণায় মুখর হয়ে উঠে অস্কারের লালগালিচা। এতে নানা রকম বাহারি পোশাকে হলিউড অভিনেত্রীদের ক্যাটওয়াক ছিলো চোখ ধাঁধানো।

টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন জিমি কিমেল।

জেনিফার লরেন্স ও মারগট রবিচলুন এক নজরে দেখে নেওয়া যাক অস্কারের লালগালিচায় তারাদের ঝলকানি-

এসটি. ভিনসেন্ট ও তারাজি পি. হেনসন

অ্যানড্রা ডে

টিফিনি হাদিশ ও হোপি গোল্ডবার্গ

সারশা রোনান ও ম্যারি জে ব্লিজ

জেনদায়া ও অ্যালিসন উইলিয়ামসবাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।