ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ক্যান্সারে আক্রান্ত নন ইরফান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, মার্চ ৮, ২০১৮
ক্যান্সারে আক্রান্ত নন ইরফান ইরফান খান

কঠিন রোগে আক্রান্ত হয়েছেন ইরফান খান। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটা নিজে মুখেই স্বীকার করেছিলেন বলিউডের এই অভিনেতা। এরপরই গুঞ্জন উঠেছে ‘পিকু’খ্যাত এই তারকার কঠিন রোগটি নাকি ক্যান্সার।

তবে এই গুঞ্জনকে মিথ্যা দাবি করে ইরফানে ঘনিষ্ঠ বন্ধু কোমাল নাহতা টুইটারে লিখেছেন, ‘ইরফান খান অসুস্থ এটি সত্যি। কিন্তু তার অসুস্থতা নিয়ে যে ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে তা সঠিক নয়।

অনেকেই বলছেন তিনি হাসপাতালে ভর্তি। তবে তিনি এখন দিল্লিতে রয়েছেন আর এটি একমাত্র সত্যি। ’

অভিনয় দেও পরিচালিত ‘ব্লাকমেইল’ ছবিতে দেখা যাবে ইরফানকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দিব্যা দত্ত, কৃতি কুলহারি, অরুনয় সিং, ওমি বৈদ্যসহ প্রমুখ। আগামী ৬ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।