ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

অজয়কে দিয়ে শুরু কপিলের ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, মার্চ ১০, ২০১৮
অজয়কে দিয়ে শুরু কপিলের ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’ অজয় দেবগণ ও কপিল শর্মা

বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন শো’তে নিজের আসন্ন ছবি ‘রেইড’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন অজয় দেবগণ। এরই ধারাবাহিকতায় এবার কপিল শর্মার নতুন শো ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’তে হাজির হবেন বলিউডের এই অভিনেতা।

আগামী ২৫ মার্চ থেকে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত হবে ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’। এটি সঞ্চালনা করবেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা।

আর সেখানেই ‘রেইড’-এর প্রচারণা করবেন অজয় দেবগণ।

বর্তমানে দিল্লিতে ছবিটির প্রচারণা করছেন অজয় ও ছবির কলাকুশলীরা। সেখান থেকে ফিরলে আগামী ১৩ মার্চ হবে সেই পর্বের দৃশ্যায়ন। মজার ব্যাপার হলো- ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’তে অজয় হতে যাচ্ছেন প্রথম অতিথি।

ভূষণ কুমার পরিচালিত ‘রেইড’-এ অজয়ের বিপরীতে রয়েছেন অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। এর আগে ‘বাদশাহো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। আগামী ১৬ মার্চ মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।