ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

রুশ প্রেমিককে বিয়ে করলেন শ্রিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৬, মার্চ ১৭, ২০১৮
রুশ প্রেমিককে বিয়ে করলেন শ্রিয়া শ্রিয়া স্মরণ

মার্চে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন শ্রিয়া স্মরণ। কিছুদিন আগে এমনটাই তথ্য প্রকাশ করা হয়েছিলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে।

জানা গেছে- গত ১২ মার্চ চুপিসারে রুস প্রেমিক আন্দ্রেই কসচেভকে বিয়ে করেছেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী। শ্রিয়ার লোখান্ডওয়ালার বাড়িতে হিন্দু রীতিতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

বিষয়টি নিশ্চিত করে ‘দৃশ্যম’খ্যাত এই তারকার একটি ঘনিষ্ঠসূত্র বলেন, বিয়েতে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়া তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা মনোজ বাজপায়ী।

২০০১ সালে তেলেগু ছবি ‘ইস্তাম’-এর মধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন শ্রিয়া স্মরণ। ১৭ বছরের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য ছবি। শুধু তামিল, তেলেগু, মালায়ালাম নয়, পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।