ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘এক দো তিন’-এ জ্যাকলিনের প্রথম ঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০০, মার্চ ১৭, ২০১৮
‘এক দো তিন’-এ জ্যাকলিনের প্রথম ঝলক ‘এক দো তিন’ গানের দৃশ্যে জ্যাকলিন ফার্নান্দেজ

আলকা ইয়াগনিকের কণ্ঠে ‘এক দো তিন’ গানটি নিশ্চয় মনে আছে সবার। যে গানে মোহময়ী হয়ে ধরা দিয়েছিলেন মাধুরী দীক্ষিত। সেই গানের তালে মাধুরীর নাচ, এখনও ঝড় তোলে সকলের মনে।

রূপালি পর্দায় আরও একবার দেখা গেলো সেই গান ও নাচের ম্যাজিক। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাঘি’ ছবির রিমেক ‘বাঘি টু’র জন্য নতুনভাবে নির্মিত হয়েছে ‘এক দো তিন’।

সবকিছু আগের মতোই পার্থক্য শুধু মাধুরীর বদলে এবার দেখা গেছে জ্যাকলিনকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গানটির প্রথম ঝলক প্রকাশ করেছেন জ্যাকলিন। যেখানে মাধুরীর মতোই গোলাপি রঙা পোশাক পরে কোমর দোলাতে দেখা গেছে তাকে। সেই সঙ্গে একটি স্থিরচিত্রও শেয়ার করেছেন শ্রীলঙ্কান এই সুন্দরী।

সাজিদ নাদিয়াড়ওয়ালা পরিচালিত ‘বাঘি টু’তে অভিনয় করছেন টাইগার শ্রফ ও দিশা পাতানি। আগামী ৩০ মার্চ মুক্তি পাবে ছবিটি।

** জ্যাকলিনের ‘এক দো তিন’ গানের টিজার

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।