ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

৩০০ কোটির ঘরে ‘পদ্মাবত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, মার্চ ১৭, ২০১৮
৩০০ কোটির ঘরে ‘পদ্মাবত’ ‘পদ্মাবত’ ছবির দৃশ্যে দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর

সঞ্জয়লীলা বানসালির ইতিহাস নির্ভর ছবি ‘পদ্মাবত’ মুক্তির আগে নানা প্রতিবন্ধকতার শিকার হওয়া সত্ত্বেও দাপিয়ে ব্যবসা করে যাচ্ছে। বহু আগেই ২০০ কোটি পার করেছে ছবিটি। এবার ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়লো এটি। এর জন্য সময় লেগেছে ৫০ দিন।

শুক্রবার (১৬ মার্চ) টুইটারে ‘পদ্মাবত’-এর একটি পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রণবীর সিং।

৩০০ কোটি রুপি আয় করার তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ‘পদ্মাবত’।

এর আগে রয়েছে ‘পিকে’ (২০১৪), ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫), ‘সুলতান’ (২০১৬), ‘দঙ্গল’ (২০১৬) ও ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭)।

গত ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পদ্মাবত’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তার সহশিল্পী হিসেবে দেখা গেছে শহিদ কাপুর ও রণবীর সিংকে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।