ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

সিলেট স্টেডিয়াম মঞ্চে গাইবেন মমতাজ-জেমস-বাপ্পা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, মার্চ ১৭, ২০১৮
সিলেট স্টেডিয়াম মঞ্চে গাইবেন মমতাজ-জেমস-বাপ্পা জেমস, মমতাজ ও বাপ্পা মজুমদার

এক মঞ্চে উঠে দর্শক মাতাবেন মমতাজ, জেমস ও বাপ্পা মজুমদার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘অগ্রযাত্রায় দুর্বার বাংলাদেশ’ শীর্ষক কনসার্টে গাইতে দেখা যাবে তাদের।

রোববার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে সবার কাছে।

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অংশগ্রহণের কথা রয়েছে।

কনসার্টে জেমস, মমতাজ ও বাপ্পার সংগীত ছাড়াও রয়েছে সিলেট শিল্পকলা একডেমির পক্ষ থেকে দলীয় নৃত্য ও অন্যান্য পরিবেশনা। আয়োজনের উপস্থাপনায় থাকছেন অভিনেত্রী নওশীন।

আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশ টিভিতে সরাসরি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।