ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রিয়া নয়, সারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, মার্চ ২০, ২০১৮
প্রিয়া নয়, সারা রোহিত শেঠি ও করণ জোহরের সঙ্গে সারা আলি খান ও প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার

রোহিত শেঠি ও করণ জোহরের যৌথ প্রযোজিত ‘সিম্বা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখবেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে অভিনেতা রণবীর সিংকে। বেশ কিছুদিন ধরে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিলো বলিউড মহলে।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন করণ-রোহিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে করণের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন।

আর সেখানেই জানানো হয়েছে, ‘সিম্বা’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাইফকন্যা সারা আলি খান।     

রোহিত শেঠি ও করণ জোহরের সঙ্গে সারা আলি খানঅভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক করার কথা ছিলো সারার। কিন্তু ছবির পরিচালক ও প্রযোজকের মধ্যে ঝামেলা হওয়ায় পিছিয়ে গেছে এর মুক্তির তারিখ। আগামী নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এতে সাইফকন্যার বিপরীতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।