ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন মিঠুনপুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, মার্চ ২০, ২০১৮
বিয়ে করছেন মিঠুনপুত্র মহাক্ষয় চক্রবর্তী

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ব্যবসায়ী পরিবারের মেয়েকে বিয়ে করছেন মহাক্ষয়। এক সপ্তাহ আগেই হয়ে গেছে তাদের আংটি বদল।

যেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। তবে এখনও বিয়ের তারিখ ঠিক হয়নি।

বিষয়টি নিশ্চিত করে মহাক্ষয়ের একটি ঘনিষ্ঠসূত্র জানান, হবু বর-কনের জন্য একটি শান্তি পূজার আয়োজন করা হয়েছিলো কিছুদিন আগে।  সেখানেই তাদের আংটি বদল হয়ে যায়। অনুষ্ঠানে মহাক্ষয়ের দাদা-দাদীও উপস্থিত ছিলেন।

বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী-যোগীতা দম্পতির ছেলে মহাক্ষয় চক্রবর্তী। ২০০৮ সালে ‘জিমি’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। শুধু হিন্দি নয়, বাংলা ছবিতেও অভিনয় করেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।