ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ফয়সালের প্রথম একক ‘ও পিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪০, মার্চ ২৫, ২০১৮
ফয়সালের প্রথম একক ‘ও পিয়া’ ফয়সাল

ব্যান্ডের বাইরে এই প্রথম একক গান নিয়ে হাজির হলেন দূরবীন ব্যান্ডের সাবেক ভোকাল ফয়সাল। ‘ও পিয়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন নিজেই। সংগীতায়োজনে আছেন অয়ন চাকলাদার। ভিডিও আকারে গানটি প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

কক্সবাজার ও ঢাকায় চিত্রায়িত হয়েছে ভিডিওটি। এতে ফয়সালের সঙ্গে মডেল হয়েছেন তানিন তানহা।

ভিডিওটি পরিচালনা করেছেন শিশির আহমেদ শুভ।

গানটি প্রসঙ্গে ফয়সাল বললেন, “ব্যান্ডের বাইরে আমার প্রথম মৌলিক গান এটি। তাই গানটি নিয়ে অনেক চিন্তা-ভাবনা করতে হয়েছে। ভালোবাসার গল্প নিয়েই এ গান। স্বপ্নে হারিয়ে গিয়ে আবার ফিরে আসার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এতে। কথা ও সুরের সঙ্গে মিল রেখেই করা হয়েছে সংগীতায়োজন। অডিওর সঙ্গে ভিডিওর সমন্বয়টাও হয়েছে দারুণ। আশা করি সবার ভালো লাগবে। ”

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্যান্ড ‘দূরবীন’-এর সঙ্গে ছিলেন ভোকাল হিসেবে। এরপর বন্ধুদের নিয়ে নিজেই গড়েন নতুন ব্যান্ড ‘লক্ষ্য’।

** ‘ও পিয়া’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।