ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

দীপিকা-ক্যাটরিনার সঙ্গে কি চুক্তি করেছেন আলিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, মার্চ ২৮, ২০১৮
দীপিকা-ক্যাটরিনার সঙ্গে কি চুক্তি করেছেন আলিয়া? দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ

অভিনয় দক্ষতার গুনে এরই মধ্যে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন আলিয়া ভাট। ছয় বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘টু স্টেট’, ‘হাইওয়ে’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র মতো ব্লকবাস্টার ছবি।

সম্প্রতি অভিনয় জগতে পাঁচ বছর পূর্ণ করেছেন মহেশকন্যা। এ কারণে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি।

যেখানে ২৫ বছর বয়সী এই তারকা বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ছবিতে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আলিয়াকে প্রশ্ন করা হয় কোন কোন নায়িকার সঙ্গে অভিনয় করতে চান তিনি। জবাবে ‘টু স্টেট’খ্যাত এই তারকা বলেন, ‘ক্যাটরিনা আমার বন্ধু, তাই আমরা প্রায়ই ছবি করার ব্যাপারে কথা বলি। একই ব্যাপার দীপিকার ক্ষেত্রেও হয়। আমি ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে চুক্তি করেছি যে, আমরা একসঙ্গে ছবিতে কাজ করবো। ’

আরিয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’তে কাজ করছেন আলিয়া ভাট। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর।    

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।