ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

নির্মাতা থেকে অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, মার্চ ২৮, ২০১৮
নির্মাতা থেকে অভিনেত্রী মারিয়া আফরিন তুষার

নির্মাতা থেকে অভিনেত্রী হলেন ‘গ্রাস’খ্যাত চলচ্চিত্রের পরিচালক মারিয়া আফরিন তুষার। সম্প্রতি ‘অতঃপর’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি টেলিফিল্মটি নির্মাণ, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন মারিয়া। উত্তরা, দিয়াবাড়িসহ ঢাকার বিভিন্ন জায়গায় হয়েছে এর শ্যুটিং।

প্রথমবার অভিনয় প্রসঙ্গে মারিয়া বলেন, “অতঃপর’-এ চ্যানেল আই ও সহকর্মীদের উৎসাহে অভিনয় করেছি। এখন কতোটুকু পেরেছি দর্শক বিচার করবেন। আমি আমার সাধ্যমত সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গল্পটিও সুন্দর আশা করি সবার ভালো লাগবে। ”

‘অতঃপর’-এ মারিয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা শ্যামল মাওলা, সাঞ্জু জন, চিত্রলেখা গুহ, আব্দুল্লাহ রানাসহ প্রমুখ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয়েছে ‘অতঃপর’। আগামী ৪ এপ্রিল চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিফিল্মটি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।