ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

আবার হলিউড ছবিতে দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, মার্চ ২৯, ২০১৮
আবার হলিউড ছবিতে দীপিকা! দীপিকা পাড়ুকোন

ডি.জে.ক্রুসো পরিচালিত হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এ অভিনয় করে এরই মধ্যে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে বলিউডের এই অভিনেত্রী সহশিল্পী হিসেবে পেয়েছিলেন ভিন ডিজেল, স্যামুয়েল এল. জ্যাকসন, কনোর ম্যাকগ্রেগর, জেট লি, টনি জা, নিনা ডোবরেভ, ডনি ইয়েন ও রুবি রোজ-এর মতো তারকা।

এসব পুরাতন খবর, নতুন খবর আবার হলিউড ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

দীপিকা পাড়ুকোনপ্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, বিশাল ভরদ্বাজ পরিচালিত একটি ছবির শ্যুটিং শুরু করার কথা ছিলো দীপিকার। যেখানে তার সহশিল্পী হিসেবে থাকবেন অভিনেতা ইরফান খান। কিন্তু ইরফান নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হওয়ায় কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে সে ছবির শ্যুটিং।

আর এই কয়েক মাসেই নাকি হলিউড ছবিতে কাজ করবেন দীপিকা পাড়ুকোন। সবকিছু ঠিক থাকলে এটি হতে যাচ্ছে ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকার দ্বিতীয় হলিউড ছবি।

তবে এখনও ছবিটির নাম জানা যায়নি। এছাড়া দীপিকার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।