ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

ছেলের জন্মদিন উদযাপন করলেন হৃতিক-সুজানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, মার্চ ২৯, ২০১৮
ছেলের জন্মদিন উদযাপন করলেন হৃতিক-সুজানা পরিবারের সদস্যদের সঙ্গে হৃতিক-সুজানা

বিচ্ছেদের পরও কিভাবে ভালো বন্ধু থাকা যায় তার সবচেয়ে বড় উদাহরণ সাবেক দম্পতি হৃতিক রোশান-সুজানা খান। ২০১৪ সালের নভেম্বরে কাগজে-কলমে বিচ্ছেদ হয়ে যায় তাদের। কিন্তু তাদের বন্ধুত্বের সম্পর্কে বিন্দু পরিমাণ ভাটা পড়েনি। এমনকি একে অপরের পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক রেখেছেন তারা।

কিছুদিন আগে দুই ছেলে হৃহান ও হৃধানকে নিয়ে গোয়ায় ঘুরতে গিয়েছিলেন হৃতিক-সুজানা। সেখান থেকে গত ২৭ মার্চ মুম্বাই ফিরেছেন তারা।

আর এসেই লেগে পড়েছেন বড় ছেলে হৃহানের জন্মদিন উদযাপনের কাজে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) ১২তম জন্মদিনের কেক কাটবেন হৃতিকের বড় ছেলে হৃহান রোশান। এ উপলক্ষে আগের দিন মধ্যরাতে দুই পরিবারের সকল সদস্যদের নিয়ে ছেলের জন্মদিনের কেক কাটেন হৃতিক-সুজানা।

এরই মধ্যে ছেলের জন্মদিন উদযাপনের কয়েকটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুজানা। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

‘সুপার থার্টি’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন হৃতিক রোশান। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ ম্রুণাল ঠাকুরকে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।