ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

সড়ক ‍দুর্ঘটনায় চিত্রনায়ক বাপ্পি আহত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, মার্চ ৩১, ২০১৮
সড়ক ‍দুর্ঘটনায় চিত্রনায়ক বাপ্পি আহত চিত্রনায়ক বাপ্পি চৌধুরী

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তবে ‘আঘাত মোটেই গুরুতর নয়’ বিধায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (৩০ মার্চ) রাতে গোপালগঞ্জের কাশিয়ানীর গোনাপাড়া এলাকায় একটি মোরসাইকেলের আরোহীদের বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাপ্পিকে বহনকারী গাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বলাইকড় উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাপ্পিসহ অন্য অতিথিরা।

তাদের বহরের মাঝে আকস্মিক একটি মোটরসাইকেল ঢুকে পড়লে সেটির আরোহীদের বাঁচাতে গিয়ে বাপ্পিকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে নেমে যায়। এতে বাপ্পি মাথায় ও কাঁধে আঘাত পান।  

তখন তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকরা জানান, বাপ্পির আঘাত মোটেই গুরুতর নয়।  

বলাইকড় উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠান সূত্র জানায়, বিশ্রাম শেষে বাপ্পি সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যান। দুপুরের পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।