ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

আবার কেন সাবেক প্রেমিকের কাছে দীপিকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪১, এপ্রিল ৫, ২০১৮
আবার কেন সাবেক প্রেমিকের কাছে দীপিকা? রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

খুব শিগগিরই প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। এমনকি রণবীরের বোন ও মায়ের সঙ্গে নাকি বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।  তাহলে আবার কেন সাবেক প্রেমিক রণবীর কাপুরের কাছে গেলেন দীপিকা?

জানা গেছে- এবার প্রেমের জন্য নয়, কাজের জন্য সাবেক প্রেমিককে সঙ্গ দিতে হচ্ছে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকাকে।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এনজিও মিজওয়ান ওয়েলফেরার সর্মথনে অভিনেত্রী শাবানা আজমি আগামী ০৯ এপ্রিল একটি ফ্যাশন শো-এর আয়োজন করেছেন।

আর সেখানেই একসঙ্গে র‌্যাম্পে হাঁটবেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন।

ভারতের উত্তর প্রদেশের ছোট্টগ্রাম মিজওয়ান থেকেই যাত্রা শুরু হয়েছিলো শাবানা আজমির বাবা কবি কায়েফি আজমির। সেই গ্রামের উন্নয়নের জন্যই প্রতি বছর এই ফ্যাশন শো-এর আয়োজন করেন শাবানা। যেখানে ওই গ্রামের নারীদের তৈরি পোশাক পরে র‌্যাম্পে হাঁটেন বলিউডের নামি-দামি তারকা।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।