ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

৫০০ কোটি রুপির ক্ষতির কারণ হতে পারেন সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, এপ্রিল ৫, ২০১৮
৫০০ কোটি রুপির ক্ষতির কারণ হতে পারেন সালমান! সালমান খান

বর্তমানে বলিউডের সবচেয়ে ব্যস্ত তারকা সালমান খান। তার ঝুলিতে রয়েছে চারটি সিনেমা। আর এ অবস্থায় হরিণ শিকার মামলায় সালমান দোষী সাব্যস্ত হওয়ায় বলিউডের প্রায় ৫০০ কোটি রুপি ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বড় বড় পরিচালকরা সালমানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা তৈরি করছেন। সালমানের সাইন করা ‘কিক টু’, ‘ভারত’, ‘রেস থ্রি’, ও ‘দাবাং থ্রি’ নামক ছবিগুলোর শ্যুটিং এখনও শেষ হয়নি।

তার ছবিগুলোর জন্য বরাদ্দ আছে প্রায় ৪০০ কোটি রুপি।

এছাড়াও সালমান খান নিজেও ‘লাভরাত্রি’ নামক একটি ছবি প্রযোজনা করছেন। এই ছবির মূল চরিত্রে অভিনয় করবেন সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা। এই ছবির বাজেট বরাদ্দ হয়েছে ৭০ কোটি রুপি।

এছাড়াও সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে ‘দশ কা দম’ নামক একটি রিয়্যালেটি শো সঞ্চালনার কথা ছিলো সালমানের।

২০১৩ সালে সঞ্জয় দত্তের পাঁচ বছরের জেল হয় এবং এজন্য বলিউডকে ২৫০ কোটি রুপি ক্ষতি গুণতে হয়েছিলো। কিন্তু সালমানের ক্ষেত্রে ক্ষতিটা মনে হয় একটু বেশিই হয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।