এরপর ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’, ‘রেইনকোট’, ‘মোহাব্বাতে’, ‘ধুম টু’, ‘যোধা আকবর’র মতো ব্লকবাস্টার ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। শুধু হিন্দি নয়, বাংলা এবং হলিউড ছবিতেও কাজ করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
ক্যারিয়ার হোক বা ব্যক্তিগত জীবন, দুটি সমানতালে ব্যালেন্স করে চলেন বচ্চন বাড়ির বউ। শুধু তাই নয়, অ্যাশ মনে করেন এই ব্যালেন্সটা বেশি ভালো পারেন শুধুমাত্র মেয়েরাই।
সম্প্রতি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এ ‘ফান্নে খান’ ছবির প্রচারণার জন্য গিয়েছিলেন ঐশ্বরিয়া। আর সেখানেই এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘গৃহবধূরাই ভারতের সবচেয়ে বড় সিইও। তাদের সঠিক সম্মান পাওয়া উচিত। দেশ জুড়ে তাদের কাজের প্রশংসা হওয়া উচিত। গৃহবধূরা যা কাজ করেন তার সামনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায়। ’’
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
বিএসকে