ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গায়ক শুভ এবার অভিনেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
গায়ক শুভ এবার অভিনেতা ‘লাল দালান’ নাটকের অন্য শিল্পীদের সঙ্গে কাজী শুভ

গান গেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ। তার ‘মন পাজরে’, ‘সোনা বউ’, ‘চকলেটি পিয়া’সহ বেশকিছু গান শ্রোতাদের প্রশংসা পেয়েছে।

এবার অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আসন্ন ঈদে ৭ পর্বের ধারাবাহিক ‘লাল দালান’-এ তাকে অভিনয় করতে দেখা যাবে।

এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান।

অভিনয় প্রসঙ্গে কাজী শুভ বলেন, আমি গানের মানুষ। কিন্তু এই নাটকের গল্পটি ভালো লাগায় অভিনয় করেছি। জেলখানা এবং কয়েদিদের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকে নিজের চরিত্র সম্পর্কে এ গায়ক বলেন, এতে বিশেষ একটি চরিত্রে আমি অভিনয় করেছি। নাটকেও আমি একজন গায়ক, তবে পরে আমাকে কয়েদি হতে হয়। কারণ আমার বিরুদ্ধে কপিরাইট মামলা হয়। সব মিলিয়ে প্রথমবার নাটকে অভিনয় করে ভালো লেগেছে। আশা করছি দর্শক পছন্দ করবেন।

ঈদুল আজহায় বৈশাখী টিভিতে ‘লাল দালান’ নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।