শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ অবলম্বনে আধুনিক সময়ের মতো করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে জানান নির্মাতা। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে।
ভারতের প্রাচীন একটি বাংলা পত্রিকায় এই নির্মাতা বলেন, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ বানাতে গিয়ে সেটিকে আধুনিক সময়ে নিয়ে এসেছি। ফলে গল্প অনেকটাই বদলে গেছে। তাছাড়া একটি ক্লাসিক সাহিত্যকে বই পড়ার মতো করে সিনেমাতে না দেখিয়ে, নিজের মতো করে ব্যাখ্যা করাটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং।
‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’তে জ্যোতিকা জ্যোতি রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি গা ভর্তি অলঙ্কার নিয়ে আনারকলি পরে বাইজি রূপে 'রাজলক্ষ্মী' সাজে দেখা দিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।
সিনেমাটিতে জ্যোতির চরিত্রটি সম্পর্কে প্রদীপ্ত বলেন, রাজলক্ষ্মীর বাইরের কাঠামোটা একই। সে একজন বাইজি। কিন্তু তার জীবনে প্রচুর সংগ্রাম।
এই সিনেমায় বেশ কিছু ফোক গান থাকছে। প্রাথমিকভাবে সিনেমাটির শুটিংয়ে বিলম্ব হলেও আর হবে না বলে জানান নির্মাতা।
সিনেমাটিতে শ্রীকান্তর ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। আরও অভিনয় করেছেন রাহুল সায়ন ঘোষ ও অপরাজিতা।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
জেআইএম/বিএসকে