ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

জোভানের ‘বাবু বিভ্রাট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৪, আগস্ট ১২, ২০১৮
জোভানের ‘বাবু বিভ্রাট’ ফারহান আহমেদ জোভান ও তাহমিনা অথৈ

আসন্ন ঈদুল আজহায় ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান অভিনীত বেশকিছু নাটক প্রচার হবে। এরমধ্যে একটি হচ্ছে ‘বাবু বিভ্রাট’।

সোহেল রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোরসালিন শুভ। এতে জোভানের সঙ্গে অভিনয় করেছেন ২০১৭ সালের ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তাহমিনা অথৈ।

নাটকটির গল্পে দেখা যাবে, নাম নিয়ে বিভ্রান্তিতে পড়েন জোভান। যে কারণে তাকে মুখোমুখি হতে হয় অপ্রত্যাশিত অনেক ঘটনার। শুধু তাই নয়, নাম নিয়ে বিভ্রান্তির ফলে তাকে হারাতে হয় নিজের সর্বস্ব।  

জোভান-অথৈ ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন মিশু সাব্বির, আব্দুল্লাহ রানা, আতিক প্রমুখ। ঈদে এটিএন বাংলা ‘বাবু বিভ্রাট’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।