ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

ন্যানসির সঙ্গে প্লেব্যাক করলেন শুভ্রদেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, আগস্ট ১২, ২০১৮
ন্যানসির সঙ্গে প্লেব্যাক করলেন শুভ্রদেব শুভ্রদেব ও ন্যনসি

বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন ডি এ তায়েব ও মাহিয়া মাহি। বর্তমানে সিনেমাটির শুটিং চলেছে।

এদিকে শুটিংয়ের ফাঁকেই চলছে সিনেমাটির গান রেকর্ডিং। সম্প্রতি এর একটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী শুভ্রদেব ও ন্যানসি।

এটি তাদের একসঙ্গে প্রথম প্লেব্যাক।

‘জনমের আগে আমি তোমারই ছিলাম/পৃথিবীতে এসেও আমি তোমারই হলাম’-কথার গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির। সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।

গানটি প্রসঙ্গে শুভ্রদেব জানান, ন্যানসি তার অন্যতম পছন্দের একজন সঙ্গীতশিল্পী। প্রথমবার দু’জন একসঙ্গে প্লেব্যাক করতে পেরে তিনি অনেক আনন্দিত।

শুরুতে সিনেমাটির নাম ছিল ‘কাঙাল’। পরে নাম পাল্টে রাখা হয় ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’। চলতি বছর ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।