ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

সাফিনকে নিয়েই ঈদে আসছে মাইলস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, আগস্ট ১৪, ২০১৮
সাফিনকে নিয়েই ঈদে আসছে মাইলস মাইলসের সদস্যরা

সবকিছু ভুলে আবারো মাইলসে ফিরেছেন সাফিন আহমেদ। বর্তমানে জনপ্রিয় এই ব্যান্ড দলটির সঙ্গে প্র্যাকটিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

এদিকে পুরনো লাইনআপ নিয়েই দর্শক মাতাতে আসছে মাইলস। ঈদে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হবেন দলটির সদস্য শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, তুর্য ও জুয়েল।

আগামী ২৭ আগস্ট রাত ১১টায় নাগরিক টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান ‘গানের মেলা’য় গান করবে মাইলস। অনুষ্ঠানটিতে জনপ্রিয় গানের সঙ্গে নতুন কয়েকটি গানও ভক্তদের উপহার দেবেন তারা।

নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, নাগরিক টিভির আমন্ত্রণ মাইলস গ্রহণ করেছে। ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা গান করবেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।