আগস্টেই জন্মেছিলেন শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর জীবনকে তিনিই খুব কাছ থেকে অনুপ্রাণিত করেছিলেন।
গানগুলোর শিরোনাম হলো- ‘পনের আগস্টেও বেদনা’, ‘শেখ মুজিব একটি নাম’, ‘বঙ্গবন্ধুকে জানো’, ‘শোনো নতুন প্রজন্ম’, ‘বঙ্গমাতা’, ‘তাদের কেউ নাই’, ‘স্বাধীনতা তুমি’, ‘জয় বাংলা’, ‘একজনই শুধু’ ও ‘তোমরা ঘাতক’।
‘বজ্রকণ্ঠের শ্রেষ্ঠ নায়ক’ অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াংকা গোপ, অপু সরকার, ইউসুফ আহমেদ খান, বন্দনা চক্রবর্তী, আবু বকর সিদ্দিক ও প্রিয়াংকা বিশ্বাস। সঙ্গীতায়োজন করেছেন দেশবরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
বিএসকে