ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

সাইফের জন্মদিনে কারিনার চমক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৬, আগস্ট ১৬, ২০১৮
সাইফের জন্মদিনে কারিনার চমক স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে সাইফ আলি খান

আর এক বছর বেড়ে গেলো সাইফ আলি খানের। বৃহস্পতিবার (১৬ আগস্ট) ৪৮ বছরে পা দিয়েছেন বলিউডের এই অভিনেতা।

মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম খানের সঙ্গে সাইফ আলি খানস্বামীর জন্মদিন উপলক্ষ্যে বুধবার মধ্য রাতে এক পার্টির আয়োজন করেছিলেন কারিনা কাপুর খান। যেখানে উপস্থিত ছিলেন, সোহা আলি খান-কুনাল খেমু দম্পতি, সাইফের ছেলে ইব্রাহিম খান, মেয়ে সারা আলি খান, কারিশমা কাপুর ও খান পরিবারের অন্যান্য সদস্যরা।

এরইমধ্যে সাইফের জন্মদিনের বেশ কয়েকটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা।

কাপুর ও খান পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাইফ আলি খান‘বাজার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সাইফ আলি খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রাধিকা আপ্তে ও চিত্রাঙ্গদা সিংসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।