এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বুধবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে এফডিসিতে পরীমনির তিনটি গরু কোরবানি দেওয়া হয়।
কোরবানির পর মাংস কাটাকাটির সময় পরীমনি নিজেই উপস্থিত থেকে সবকিছু তদারকি করেছেন এবং মাংস বিতরণ করেছেন।
পরীমনি বলেন, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি কোরবানির ঈদ আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি। যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দিয়ে যাব।
এদিকে, পরীমনির তিনটি গরু ছাড়াও এফডিসিতে শিল্পী সমিতি ও ডিপজলের পক্ষ থেকে চারটি গরু কোরবানি দেওয়া হয়েছে। এর সঙ্গে সেমাই, চিনি, চাল এগুলো ঈদের শুভেচ্ছা প্যাকেট বানিয়ে সমিতির তালিকাভুক্ত সদস্যদের বাসায় পৌঁছে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
বিএসকে