ঢাকা, মঙ্গলবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ মে ২০২৫, ২৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘হান্টার’ লুকে সাইফ আলি খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, আগস্ট ২৮, ২০১৮
‘হান্টার’ লুকে সাইফ আলি খান সাধু বেশে সাইফ আলি খান

কিছুদিন আগে 'সেক্রেড গেমস' মুক্তি পর ব্যাপক সাড়া পেয়েছেন সাইফ আলি খান। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজটির কথা এখন সবার মুখে মুখে।

এদিকে বলিউড ‘নবাব’ সম্প্রতি নতুন সিনেমা ‘হান্টার’র শুটিং শুরু করেছেন। বর্তমানে মুম্বাইতে নভদীপ সিং পরিচালিত সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এতে নাগা সাধু রূপে দেখা যাবে তাকে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সিনেমাটির লুকে ক্যামেরাবন্দী হয়েছেন সাইফ আলি খান। যেখানে পুরোপুরি সাধু বেশেই হাজির হয়েছেন তিনি। তবে সাইফের এই লুকের সঙ্গে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজের জনি ডেপের লুকের সঙ্গে কিছুটা মিল পাওয়া যাচ্ছে।

‘হান্টার’ সিনেমার একটি সূত্র জানান, রাজস্থানে প্রথম পর্বের শুটিং শেষে এখন মুম্বাইতে সিনেমাটির শুটিং চলছে। এখানে তৈরি করা সেটে হবে অ্যাকশন দৃশ্যের শুটিং।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।