ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রেমিকের সঙ্গে মেক্সিকোতে ঘুরছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, আগস্ট ৩১, ২০১৮
প্রেমিকের সঙ্গে মেক্সিকোতে ঘুরছেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

কয়েক মাস চুটিয়ে প্রেম করার পর গত ১৮ আগস্ট সম্পন্ন হয়েছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান ও আশীর্বাদ। শোনা যাচ্ছে- আগামী সেপ্টেম্বরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রিয়াঙ্কার সঙ্গে বাগদানের কাজটি সম্পন্ন করার পর মা-বাবাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান নিক। কিছুদিন পর প্রিয়াঙ্কাও চলে যান সেখানে।

এরপর নিকের এক আত্মীয়ের বিয়ের জন্য ইতালিতে একসঙ্গে ছিলেন এই হবু দম্পতি।

একসঙ্গে সময় কাটানোর পরও নিকের কাছ থেকে দূরে সরে থাকতে পারছেন না প্রিয়াঙ্কা। তাইতো এবার বাগদত্তাকে নিয়ে মেক্সিকো ঘুরতে বেরিয়ে পড়লেন পিসি।

সম্প্রতি মেক্সিকো বিমানবন্দরে তাদের ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীরা। এসময় দু’জনই পরেছিলেন ক্যাজুয়াল পোশাক।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।