ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘অ্যাভেঞ্জার্স’ পরিচালকের নতুন ছবি ‘ঢাকা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, আগস্ট ৩১, ২০১৮
‘অ্যাভেঞ্জার্স’ পরিচালকের নতুন ছবি ‘ঢাকা’ ক্রিস হেমসওর্থ

রাজধানী ঢাকার প্রেক্ষাপট নিয়ে হলিউডে তৈরি হতে যাচ্ছে একটি চলচ্চিত্র। এটি প্রযোজনা করবেন মার্ভেল কমিকস অবলম্বনে নির্মিত ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের পরিচালক অ্যান্থনি রুশো ও জো রুশো। অ্যাকশন থ্রিলার ছবিটির নাম ‘ঢাকা’। এতে অভিনয় করবেন ‘থর’ খ্যাত ক্রিস হেমসওর্থ।

এ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রুশো ভ্রাতৃদ্বয়। ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধার অভিযান তুলে ধরা হবে এতে।

এটি পরিচালনা করবেন স্যাম হারগ্রেভ। এবারই প্রথম কোনও ছবির পরিচালক হচ্ছেন তিনি। ছবিটির শুটিং হবে ভারত ও থাইল্যান্ডে। প্রেক্ষাগৃহ নয়, ‘ঢাকা’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

জো রুশো ও অ্যান্থনি রুশো এখন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর পরের পর্ব পরিচালনা করছেন। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের মে মাসে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।