ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘হুদাই’ নিয়ে শাওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, সেপ্টেম্বর ২, ২০১৮
‘হুদাই’ নিয়ে শাওন 'হুদাই' অনুষ্ঠানের পোস্টারে শাওন

ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর নিয়মিত অনুষ্ঠান ‘নাটবল্টু’র দারুণ সাফল্যের পর এই প্রথম একক আয়োজন নিয়ে আসছেন ‘মিরাক্কেল’খ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান শাওন মজুমদার।

তার সঞ্চালনায় রোববার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘হুদাই’। সপ্তাহের প্রতি রোববার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত শ্রোতাদের জন্য এই অনুষ্ঠান প্রচার হবে।

অনুষ্ঠান নিয়ে শাওন বলেন, সারাদিন যে কথাগুলো কাউকে বলা যায় না। তাই কান ও মন দিয়ে শুনতেই আমি এমন একটি শো নিয়ে আসছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলতে শ্রোতারা সরাসরি শাওনকে কল করতে পারেন ০২৫৫০৩৬৬৫৯ নাম্বারে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।