ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন অর্জুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, সেপ্টেম্বর ৩, ২০১৮
দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন অর্জুন অর্জুন রামপাল

নিজের নতুন সিনেমা ‘পল্টন’ মুক্তির কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। আঘাত পেয়ে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। যার কারণে তাকে এমআরআই করাতে হয়েছে।

অর্জুন সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমআরআই স্ক্যান করার সময়ে ধারণকৃত একটি ভিডিও পোস্ট করেছেন।

সঙ্গে ক্যাপশনে লেখেন, আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। খারাপ সময়।

তবে দুর্ঘটনা ও তার বর্তমান চিকিৎসার অবস্থার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে অর্জুন রামপাল অভিনীত নতুন সিনেমা ‘পল্টন’ মুক্তি পাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। বর্তমানে তিনি সিনেমাটির প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু এমন সময় তাকে দুর্ঘটনার কবলে পড়তে হলো।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।