ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘কাজ করাটা আমার স্বভাব হয়ে গেছে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, সেপ্টেম্বর ৫, ২০১৮
‘কাজ করাটা আমার স্বভাব হয়ে গেছে’ শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান বর্তমানে তার নতুন সিনেমা ‘জিরো’ নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি সিনেমাটি নিয়ে কথা বলার ফাঁকে তিনি জানালেন, কাজ করাটা এখন তার স্বভাব হয়ে গেছে।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) ভক্তদের সঙ্গে একটি প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানে একজন তার কাছে জানতে চান, কঠোর পরিশ্রমের পেছনে শাহরুখের অনুপ্রেরণা কী?   

উত্তরে বলিউড ‘ডন’ বলেন, অনুপ্রেরণার বিষয়টি জানি না।

কিন্তু কাজ করাটা এখন আমার স্বভাবে হয়ে গেছে।  

একজন রাশিয়ান ভক্ত শাহরুখকে জিজ্ঞেস করেন, ‘জিরো’ তার দেশে মুক্তি পাবে কিনা। তখন ৫২ বছর বয়সী এই অভিনেতা বলেন, হ্যাঁ। আশা করি শিগগিরই মুক্তি পাবে।

‘জিরো’ পরিচালনা করছেন আনন্দ এল রাই। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে এ সিনেমা মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর। এতে শাহরুখ খানের সহশিল্পী হিসেবে রয়েছে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।