ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কা গোপের ‘ভুল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, সেপ্টেম্বর ৭, ২০১৮
প্রিয়াঙ্কা গোপের ‘ভুল’ প্রিয়াঙ্কা গোপ

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা গোপ।

‘ভুল তো মানুষেরই হয়, তাই বলে ভাঙ্গবে হৃদয়’-এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শেখ জসীম।

'ভুল' শিরোনামের গানটি ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। গানটি প্রকাশ পেয়েছে সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে।

গানটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা গোপ বলেন, আমি মূলত উচ্চাঙ্গসংগীত শিল্পী। সাধারণত আমি যে ধরণের গান করি এটি তেমনি। আশা করছি সবারই ভালো লাগবে।

প্রিয়াঙ্কার বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০১৫ সালে ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় গান গেয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

**'ভুল' গানের ভিডিওবাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।