এবার নতুন করে সিনেমাটিতে যুক্ত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। মঙ্গলবার (০৯ অক্টোবর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই তারকা সিনেমাটিতে ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, সেলিম ভাই অসাধারণ একজন অভিনেতা। তার অভিনয় আমার অনেক পছন্দ। ‘আনন্দ অশ্রু’র ভিলেন হিসেবে অনেকের নাম ভেবেছিলাম। কিন্তু চরিত্রটির সঙ্গে কাউকে মনের মতো মেলাতে পারছিলাম না। শুধুমাত্র সেলিম ভাইকেই আমার পারফেক্ট মনে হয়েছে। তাই সোমবার তাকে চুক্তিবদ্ধ করালাম।
‘আনন্দ অশ্রু’তে আরও অভিনয় করছেন আলীরাজ, সুজাতা, মারুফ প্রমুখ। সুদীপ্ত সাইদ খানের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। চলতি বছর ফেব্রুয়ারিতে সিনেমাটির প্রথম লটের শুটিং হয়েছে। আগামী ১৩ অক্টোবর থেকে সাভারের আশুলিয়ায় আবার শুটিং শুরু হচ্ছে।
১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত শিবলী সাদিক পরিচালিত এবং সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমার নামেই নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে। তবে নির্মাতা জানান, নাম নেওয়া হলেও দুই সিনেমার গল্পে কোনও মিল থাকছে না।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
জেআইএম