উচ্ছ্বসিত কণ্ঠে বাংলানিউজকে এ কথা বলছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
রোববার (২১ অক্টোবর) রাজধানীর অভিসার সিনেমা হলে নায়ক চলচ্চিত্রটি দেখতে যান তিনি।
অভিসারে গিয়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নায়ক টিম দর্শকদের সঙ্গে পুরো সিনেমাটি দেখে।
বাংলানিউজকে অধরা বলেন, এই সিনেমাটি দিয়ে আমার বড় পর্দায় অভিষেক ঘটলো। মুক্তির দিন থেকেই বিভিন্ন হলে ঘুরে দর্শকের রেসপন্স বোঝার চেষ্টা করছি। সবাই পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন। অভিসার হলে এসেও এর ব্যতিক্রম দেখছি না। আমি খুব আনন্দিত।
শুক্রবার (১৯ অক্টোবর) নায়ক সিনেমাটি দেশের ৭০টি হলে মুক্তি পায়।
সিনেমাটিতে বাপ্পি-অধরা জুটি ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়া, শিমুল খান, সুব্রত, রেবেকাসহ অনেকে।
যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
জেআইএম/টিএ