সৈয়দ নাফিসের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছে এলএমজি বিটসের সৈয়দ নাফিজ ও শুভ্র রাহা। ইমরানের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী।
গানটি নিয়ে ইমরান বলেন, শ্রোতা এবং দর্শক এই গানে সতেজ অনুভূতির ছোঁয়া পাবেন। দর্শনা আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোন গানে মডেল হলেন তিনি।
এর আগে ১৮ অক্টোবর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘মেঘের ডানায়’ গানটি প্রকাশ পাওয়ার কথা ছিলো। কিন্তু কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে, তাকে সম্মান জানিয়ে গানটির পাঁচদিন পর প্রকাশ করা হলো।
**'মেঘের ডানা'বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
জেআইএম