বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বরিশালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে এ কনসার্টে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় তারুণ্যের বাধ ভাঙ্গা উচ্ছ্বাস সৃষ্টি হয়।
এদিকে কনসার্টকে ঘিরে বিকেলের মধ্যে গোটা বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আইয়ুব বাচ্চুর অকালে চলে যাওয়ায় গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করা হয়। কনসার্টের শেষে আইয়ুব বাচ্চুর স্মরণে বরিশালবাসী এক মিনিট নিরবতা পালন করেন।
নিরাবতা পালন শেষে প্রয়াতের স্মরণে মঞ্চে সব শিল্পীদের উপস্থিতিতে আইয়ুব বাচ্চুর কন্ঠে গাওয়া 'সেই তুমি কেনো এতো অচেনা হলে' গানটির প্রথম চার লাইন গাওয়া হয়।
বরিশালে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কনসার্টের পাশাপাশি বঙ্গবন্ধু উদ্যানে আতশবাজি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মেগা কনসার্টে সংগীত পরিবেশন করেন হৃদয় খান, রিংকু, কুদ্দুস বয়াতী, মানাম আহমেদ, শফি মন্ডল, চিশতি বাউল, পুলক, রেশমিসহ প্রমুখ। বাদ্যযন্ত্রে অংশ নেন বিভিন্ন দেশের কুশলী ও সেলিব্রেটি মিউজিশিয়ানরা।
এর আগে কনসার্টের শুরুতে বক্তব্য রাখেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আব্দুল মান্নান ইলিয়াস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, মাহবুব উদ্দিন (বীর বিক্রম), সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন দফতরের ঊধ্বর্তন কর্মকর্তারা।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার লক্ষ্যেই এ আয়োজন।
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমএস/আরআইএস/