নাটকটির গল্পে দেখা যাবে, ইমন ও মম’র সংসার। বউ রাগ করে চলে যায় বাবার বাড়ি চট্টগ্রাম।
এতে আরও অভিনয় করেছেন নাঈমা আলম মাহা, মম, নুসরাত সাবরিনা, সামিয়া নাহি, রাহুল, শাহাদাত হোসেন সাগর।
এ প্রসঙ্গে মুরাদ পারভেজ বলেন, নাটকটির গল্প বেশ মজার। এক তরুণীর উদ্ভট সব কর্মকাণ্ড দেখে দর্শক বিনোদন পাবেন। আশা করছি ‘ইন বিটুইন’ সবার ভালো লাগবে।
নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
জেআইএম