ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

স্বাস্থ্যকর্মী রিয়াজ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, অক্টোবর ২৭, ২০১৮
স্বাস্থ্যকর্মী রিয়াজ! বিজ্ঞাপনের একটি দৃশ্য

ঢাকা: ঢাকাই সিনেমায় এক সময়ের পর্দা কাঁপানো নায়ক রিয়াজকে এবার দেখা যাবে স্বাস্থ্যকর্মী হিসেবে। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। 

একটি কোম্পানির বাইসাইকেলের বিজ্ঞাপনে স্বাস্থ্যকর্মী হিসেবে দেখা যাবে তাকে।  

গত ২১ অক্টোবর হবিগঞ্জের একটি গ্রামে বিজ্ঞাপনটির চিত্রায়ন হয়।

অভিনেতা রিয়াজ বাংলানিউজকে বলেন, এ বিজ্ঞাপনচিত্রে আমাকে স্বাস্থ্যকর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে। অনেক ভালো একটি গল্প। আশাকরি সবার ভালো লাগবে।  

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রায়হান জুয়েল।

নির্মাতা জানান, বিজ্ঞাপনটি চলতি বছরে নভেম্বরের মাঝামাঝি থেকে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮  
এমআরএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।