আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর। রোববার (২৮ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো লিখিত এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এবারও দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। এদিকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮’ উপলক্ষে আগামী ৩০ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। জানা যায়, সেখানে উৎসব সম্পর্কে বিস্তারিত সকল তথ্য প্রকাশ করা হবে।
২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’ আয়োজন করছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
জেআইএম