ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মারাঠি সিনেমা নির্মাণে সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, অক্টোবর ৩১, ২০১৮
মারাঠি সিনেমা নির্মাণে সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত

তেলুগু সিনেমা ‘প্রস্থানাম’র রিমেক হচ্ছে মারাঠি ভাষায়। সম্প্রতি সিনেমাটি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।

আর মারাঠি এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার প্রযোজনায় নাম লেখাচ্ছেন এই তারকার।

তার নিজস্ব প্রতিষ্ঠান সঞ্জয় দত্ত প্রোডাকশনসের ব্যানারে এটি নির্মিত হচ্ছে।

সঞ্জয় দত্ত মঙ্গলবার (৩০ অক্টোবর) তার ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টে একটি ক্ল্যাপস্টিকের ছবি প্রকাশ করে প্রযোজনার বিষয়টি নিশ্চিত করেন।

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করছেন রজত গুপ্ত। এতে অভিনয় করবেন দীপিকা দোবিড়িয়াল, নন্দিতা ধুরি, অভিজিত খন্দেকারসহ অনেকে।

সঞ্জয় দত্তের আগে প্রিয়াঙ্কা চোপড়ারও একটি মারাঠি সিনেমা প্রযোজনা করার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।