ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

পুরোহিত সানি দেওল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, নভেম্বর ২, ২০১৮
পুরোহিত সানি দেওল সানি দেওল

বলিউড অভিনেতা সানি দেওলকে এবার দেখা যাবে একেবারে নতুনরূপে। সানি ভক্তরা এবার তাকে নতুন ছবি ‘মহল্লা আসি’তে বেনারসের একজন পুরোহিতের চরিত্রে দেখতে পাবেন। 

হাতে লোটা ও থলি, আর মুখে বেনারসি ভাষায় গালাগাল। পরিচালক চন্দ্রশেখর দিভেদির এই ছবি অনেক দিন ধরেই আটকে ছিল।

 তবে ১৬ নভেম্বর দীর্ঘ এ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে।

প্রসঙ্গত, ‘মহল্লা আসি’ ব্যাঙ্গাত্মক কমেডি ঘরানার ছবি। এর পটভূমি বেনারস। ছবির গল্পে রামমন্দিরকে ঘিরে মানুষের যে মনোভাব ও ভারতীয় সংস্কৃতির অপব্যাখ্যা তা তুলে ধরা হয়েছে।  

ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করছেন সাক্ষী তানওয়ার, রবি কিষাণ, সৌরভ শুক্লা ও অনেকে।  

এটা সত্য যে, নামটা শুনলেই সেই ‘ঢাই কিলো কা হাত’ মনে পড়ে যায়। সানির নিজস্ব একটা ইমেজ তৈরি হয়ে রয়েছে বলিউডে। সানি দেওল নিজের প্রোডাকশনে অনেক ছবি করেছেন।  

কিন্তু তার কোনো ছবিই বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারেনি। সব মিলিয়ে তার সাফল্যের খতিয়ান গত কয়েক বছরে বেশ হতাশাজনক।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।