গান দু’টির শিরোনাম যথাক্রমে- ‘ভালোবাসি ভালোবাসি’ এবং ‘রাত্রিদিন সঙ্গীহীন’। কণ্ঠ দেয়ার পাশাপাশি গান দু’টির কথা-সুর করেছেন কৃষ্ণকলি নিজেই।
এ প্রসঙ্গে কৃষ্ণকলি বাংলানিউজকে বলেন, ‘এখন থেকে নিয়মিত নতুন গান তৈরির ধারা অব্যাহত থাকবে। গানগুলো যে কোনও প্রযোজনা প্রতিষ্ঠান অথবা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশ করতে পারি। এ সিদ্ধান্তটা আমরা আরও কিছু গান তৈরির পরে নেবো। আসল কথা, আমাদের মন মতো কিছু গান আগে তৈরি করি। ’
‘কৃষ্ণকলি ও গানের দল’র সদস্যরা হলেন- অর্ক(গিটার), আশিষ(বেজ গিটার), শুভ (ড্রামস) এবং অনিক(লিড গিটার)।
কৃষ্ণকলি চলতি বছরের মার্চে সর্বশেষ ত্বকিকে নিয়ে তার একক গান প্রকাশ করেছিলেনে। অন্যদিকে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে তার ‘তোমা বিহনে মন যে কেমন করে’- এমন কথার গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
ওএফবি/জেআইএম