ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

মম-জনির ‘শেষ বিকেলের কাব্য’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, নভেম্বর ২, ২০১৮
মম-জনির ‘শেষ বিকেলের কাব্য’ মম ও জনি

ইংল্যান্ড প্রবাসী মিরোভার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ইমরান বাবুর। তাদের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। মিরোভা বাংলাদেশে এসে ইমরানকে হোটেল বানানো ও জমি কেনার জন্য টাকা দেয়।

শুধু তাই নয় মিরোভা খুব বিশ্বাস করে ইমরানকে তার ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও দিয়ে দেয়। কিন্তু একদিন রাতে চায়ে বিষ মিশিয়ে মিরোভাকে হত্যার চেষ্টা করেন তিনি।

মিরোভা বুঝতে পারে ইমরান বাবু তাকে নয়, তার টাকাকে ভালোবাসে!

এভাবে এগিয়ে যাবে ‘শেষ বিকেলের কাব্য’ নাটকের গল্প। আহমেদ ফারুকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা কাজী সাইফ আহমেদ।

এখানে মিরোভা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইমরান বাবু চরিত্রে অভিনয় করেছেন এস.এন. জনি। আরও রয়েছেন সেজুথি খন্দকার, সবুজ, শরিফ, আশরাফুল আলম সোহাগ, খাদিজা তিশা প্রমুখ।

পরিচালক সাইফ জানান, সম্প্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এটিএন বাংলার নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।