ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

বিয়ের পর শুভশ্রীর প্রথম জন্মদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, নভেম্বর ৩, ২০১৮
বিয়ের পর শুভশ্রীর প্রথম জন্মদিন শুভশ্রীর সঙ্গে রাজ

বছর জুড়ে প্রেম-বিয়ে নিয়ে অলোচনায় ছিলেন কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। রাজ যেমন পরিচালক হিসেবে সফল তেমনি শুভশ্রীও নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত।

এই দুই তারকা গত ১১ মে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর শনিবার (৩ নভেম্বর) শুভশ্রীর প্রথম জন্মদিন।

শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী৩ নভেম্বর ২৯ বছরের পা দিলেন ‘নবাব’খ্যাত এই তারকা। তবে জন্মদিনে কলকাতায় নেই তিনি। জানা গেছে, বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতে ছুটিতে গেছেন তিনি। সে কারণেই প্রি-বার্থডে সেলিব্রেশন করেছেন দু’দিন আগে। শুভশ্রী গাঙ্গুলীশনিবার ফেসবুকে জন্মদিনের আগে সেলিব্রেশনের বেশকিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী। রাজ চক্রবর্তী ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করতে দেখা যায় শুভশ্রীকে। কেক কাটার পাশাপাশি একে অপরকে শ্যাম্পেনের বোতলও মুখে তুলে দেন রাজ-শুভশ্রী।

শুভশ্রীর জন্মদিনে টলিউডের অনেক তারকাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।