সেখানে টানা ১১দিন শুটিং সেরে কিছুটা বিরতির পর সোমবার (৫ নভেম্বর) শুটিং হচ্ছে কুষ্টিয়ায়।
পরিচালক সূত্রে জানা যায় সেখানে প্রায় ২০ দিন শুটিং হবে।
মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর উপর অন্যায়, অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে বইটিতে। তারমধ্যে একজন নারী সানজিদা। সানজিদার উপর করা মানসিক ও সামাজিক নির্যাতনের গল্প এ সিনেমায় ফুটিয়ে তোলা হচ্ছে বলে জানান নির্মাতা সাইদুল আনাম টুটুল।
সিনেমাটিতে মতিন চরিত্রে শিশির ও সানজিদা চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ। এটি নির্মিত হচ্ছে পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে।
শিশির ও তাহমিনা অথৈ ছাড়াও এতে আরও অভিনয় করছেন- জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশু শিল্পী সিয়াম ও
মোরসালিনসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ওএফবি/জেআইএম